• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষেও এমন পারফরম্যান্স চান বাংলাদেশ কোচ


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১১, ২০১৯, ১২:৫০ পিএম
ভারতের বিপক্ষেও এমন পারফরম্যান্স চান বাংলাদেশ কোচ

ঢাকা: ঘরের মাঠে শক্তিশালি কাতারের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। স্কোরলাইন বলছে বাংলাদেশ ০-২ গোলে হেরেছে। কিন্তু স্কোরলাইন দেখে গোটা ম্যাচের চিত্র পাওয়া যাবে না। একেবারে শেষ মূহূর্তে গিয়ে একটি গোল খেয়েছে বাংলাদেশ। তা না হলে হারের ব্যবধান হতে পারত ০-১। কথা হলো এশিয়ান চ্যাম্পিয়ন ও বিশ্বকাপের আয়োজক কাতারের বিরুদ্ধে যে লড়াই করেছে বাংলাদেশ সেটি ছিল দেখার মতো। নতুন করে উঁকি মারছে এদেশের ফুটবলের সম্ভাবনা।

বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডেও মনে করছেন, তাঁর অধীনে খেলা এটাই বাংলাদেশের সেরা ম্যাচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলে গেলেন,‘ মাঠে যে নৈপুণ্য এবং মনোভাব ছেলেরা দেখিয়েছে, তাতে আমি খুবই গর্বিত। ছেলেদের ওয়ার্ক রেট ছিল অসাধারণ। আমি মনে করি, দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো সুযোগ পেয়েছি এবং কাতারকে চাপে ফেলতে পেরেছি। এতেই বোঝা যায়, আমরা কতটা এগিয়েছি।...শেষদিকে একটা গোল হজম করাটা অবশ্যই হতাশাজনক ছিল। তবে ছেলেরা যেমন খেলেছে, তাতে আমি প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছি না।’

এরপর তিনি যোগ করেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর এটাই তাদের সেরা পারফরম্যান্স। পুরো ৯০ মিনিটে দুদলের মধ্যে ব্যবধান ছিল না বললেই চলে। ফল যা-ই হোক না কেন, ছেলেরা সেরা পারফরম্যান্স দেখিয়েছে। অনূর্ধ্ব-২৩ দলের ছয়জন খেলোয়াড় শুরুর একাদশে ছিল। এতে বোঝা যায়, তরুণ খেলোয়াড়রা উঠে আসছে। অবশ্যই, আগামী ম্যাচেও আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

১৫ অক্টোবর কলকাতার যুবভারতীতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে এখুনি সেখানে উত্তেজনা তুঙ্গে। এরই মাঝে ভারত কোচ ও অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে গ্যালারি ভরিয়ে তোলার আহবান জানিয়েছেন। ভারত ম্যাচ নিয়ে জেমি ডে বলে গেলেন,‘ আমি কাতারের সঙ্গে একটি কঠিন লড়াই আশা করেছিলাম। কিন্তু আমি বিশ্বাস করি, খেলোয়াড়রা আমার প্রত্যাশা ছাপিয়ে পারফর্ম করেছে। তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখেছে। আমরা ভালো ভালো কিছু সুযোগ পেয়েছি এবং গোল পেলে বিষয়টা দারুণ হতো। আমরা অসাধারণ খেলেছি এবং ভারতের বিপক্ষেও এর পুনরাবৃত্তি ঘটাতে চাই।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!