• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতের মাঠে ভারতীয় ক্লাবকে হারাল আবাহনী


ক্রীড়া প্রতিবেদক জুন ২৬, ২০১৯, ০৭:২৭ পিএম
ভারতের মাঠে ভারতীয় ক্লাবকে হারাল আবাহনী

ফাইল ছবি

ঢাকা: ভারতের মাঠে ভারতীয় ক্লাব মিনারভা পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি কাপের নকআউট পর্বে উঠে ইতিহাস গড়লো ঢাকা আবাহনী লিমিটেড। বুধবার (২৬ জুন) আসামের গুয়াহাটি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মিনারভাকে ১-০ গোলে হারিয়ে 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।  

ম্যাচের শেষ মুহূর্তে কর্নার থেকে দুর্দান্ত হেডে জয়সূচক গোলটি করেছেন আবাহনীর আফগান ডিফেন্ডার মাসি সাইঘানি। ম্যাচের যোগ করা সময়ে জীবনের কর্নার থেকে বেলফোর্টের মাথা ছুঁইয়ে মাসির হেডে ভারতীয় ক্লাবের জাল কাপায় বল।

ইতিপুর্বে সমর্থকদের বারবার হতাশ করেছে বর্তমান বাংলাদেশ চ্যাম্পিয়নরা। গেল দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আবাহনী। এবার আটঘাট বেঁধে খেলতে নেমেছিল তারা। তার ফলও পেল হাতেনাতে। ভারতের মাঠে ভারতীয় ক্লাব মিনারভা পাঞ্জাবকে হারিয়েই ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করল আবাহনী।

গ্রুপের অন্য ম্যাচে ভারতের চেন্নাইন এফসি ৩-২ গোলে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে হারিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!