• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফির রংপুরে যোগ দিতে ঢাকায় ভিলিয়ার্স


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৯, ০৩:২৭ পিএম
মাশরাফির রংপুরে যোগ দিতে ঢাকায় ভিলিয়ার্স

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে সবচেয়ে বড় চমক দক্ষিণ আফ্রিকান এবি ডি ভিলিয়ার্স। এমপি মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের শক্তি বৃদ্ধি করতে ঢাকায় পৌঁছে গেছেন এই মারকুটে ব্যাটসম্যান।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকায় পৌঁছান এবি ডি ভিলিয়ার্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে সিলেটের উদ্দেশে রওনা দেন ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত দক্ষিণ আফ্রিকার এই বিস্ফোরক ব্যাটসম্যান। সেখানে আগে থেকেই রয়েছেন ক্রিস গেইল, রাইলি রুশো, রবি বোপারা, অ্যালেক্স হেলসের মতো মারকুটে ব্যাটসম্যানরা।

বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সূচনাটা এবার মোটেও ভাল হয়নি। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেলেও মাশরাফিরা হেরেছে চারটিতে। ব্যাট হাতে ক্রিস গেইলকে ছন্দে দেখা যায়নি এখনও। এমন অবস্থায় দলের সঙ্গে যোগ দিলেন এবি ডি ভিলিয়ার্স। তাতে জ্বালানিও পেয়ে গেলেন রাইডার্স। ভিলিয়ার্সের ছোঁয়ায় বদলে যাবে রংপুর রাইডার্সের ভাগ্য, এমন প্রত্যাশা সমর্থকদের।

১৯ জানুয়ারি ডি ভিলিয়ার্সের বিপিএল অভিষেক হতে পারে। প্রতিপক্ষ স্বাগতিক সিলেট সিক্সার্স। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৪ বছর বয়সী ডি ভিলিয়ার্স বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলো খেলে বেড়াচ্ছেন।

রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ জানুয়ারি সিলেটে দলের সঙ্গে যোগ দিয়ে ১৯ জানুয়ারি সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবেন ডি ভিলিয়ার্স।  এ ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হতে যাচ্ছে ডি ভিলিয়ার্সের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!