• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুশফিকের বাবার সমস্যাও দেখেন বিসিবি সভাপতি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০১৯, ০৯:০৫ পিএম
মুশফিকের বাবার সমস্যাও দেখেন বিসিবি সভাপতি

ঢাকা: সাকিব-তামিমদের ধর্মঘটে দেশের ক্রিকেটে অচলাবস্থা তৈরি হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জরুরি সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ। সেই সভা থেকে বেরিয়ে এক ঘন্টার সংবাদ সম্মেলন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেওয়ায় তিনি যে ‘ধাক্কা’ সেটা বলতে ভুললেন না। কথা বলতে বলতে এক সময় ক্রিকেটারদের পারিবারিক বিভিন্ন সমস্যারও সমাধান করে দেন সেটাও জানিয়ে দিলেন অকপটে। 

প্রথমেই নাজমুল উদাহরণ দিলেন ইমরুল কায়েসকে দিয়ে। তিনি বলেন,‘ অনেকে ব্যক্তিগত সমস্যা আমার কাছে শেয়ার করে। আমি চেষ্টা করি তাদের সহায়তা করতে। (কদিন আগে) ইমরুলের বাচ্চা খুব অসুস্থ। অ্যাপোলো কিছু করতে পারছে না। সিঙ্গাপুরে নিতেই হবে। আমাকে বলল, আমার ভিসা নেই। কালকের মধ্যে ভিসা করে দিতে হবে। বললাম, টিকিট করে ফেল। এক দিনের মধ্যে (পরিবারের) সবার ভিসা করলাম। রাতে একটা অনুষ্ঠানের মধ্যে আবার ফোন করল। বলল, বাচ্চার এত খারাপ অবস্থা, ভিআইপি ব্যবহার করতে পারলে ভালো হয়। আমি ভিআইপি ব্যবস্থা করলাম।’

খেলোয়াড়দের বেতন কিভাবে ৪ লাখ হলো তারও ব্যাখ্যা দিয়েছেন নাজমুল,‘ আমরা যখন (পরিচালনা পর্ষদে) এসেছি ওদের বেতন ছিল দেড় লাখ টাকা। এটা বাড়িয়ে করলাম আড়াই লাখ টাকা। বেশি দিন আগের কথা না, শ্রীলঙ্কায় সিরিজ খেলে আসছে; মাশরাফি আর তামিম দুজন আমাকে লাউঞ্জে বলছে বেতনটা বাড়িয়ে দেন না। বললাম, কত আছে? বলল, আড়াই লাখ। ওরা বলল, আরেকটু বাড়ায়ে দেন। একজন বলল বেশি করে বাড়িয়ে দেন। আরেকজন বলল না ৫০ হাজার টাকা বাড়িয়ে দেন। সেটি হলে হয় তিন লাখ। ওখানে বসেই করলাম ৪ লাখ। বললাম, তোমাদের বেতন এখন থেকে ৪ লাখ টাকা। ওদের সঙ্গে এটাই আমাদের সম্পর্ক। কখনো ওরা বলতে পারবে আমাদের কাছে যেটা চেয়েছে, সেটা দিইনি!’

শুধু আর্থিক সুযোগ-সুবিধাই নয়, ক্রিকেটারদের পারিবারিক সমস্যা কীভাবে সমাধান করেন, সেটিও বিস্তারিত জানালেন নাজমুল, ‘কার ভাইকে এসপি-ডিসি মেরেছে, রাতে সেই এসপিকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে হয়েছে। এক খেলোয়াড়কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বলছে, মেরে ফেলবে! বিদেশ থেকে এসব থামাতে হয়। কার মামার জমি দখল করে নিয়ে গেছে উত্তরায়, সেটি উদ্ধার করতে হয়েছে। মুশফিকের বাবা, মিরাজের খালা কোন গ্রামে কাকে মেরেছে, সেটার সমাধান আমাকে করতে হয় বিদেশ থেকে। এগুলো (দাবিদাওয়া) আমার কাছে ধাক্কা।’

ক্রিকেটারদের বাচ্চা কোলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁটেন সেই উদাহরণও দিয়েছেন বিসিবি সভাপতি,‘মাননীয় প্রধানমন্ত্রী ওদের বাচ্চাদের কোলে নিয়ে হাঁটে।’ ক্রিকেটারদের ধর্মঘটে ভীষণভাবেই চটেছেন বিসিবি বস, ‘সংবাদমাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় দেখে মনে হচ্ছে, ওদের আমরা শেষ করে দিয়েছি!’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!