• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মেসি-রোনালদো নন ফ্রান্সের কারও ব্যালন পাওয়া উচিৎ’


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০১৮, ১২:৪০ পিএম
‘মেসি-রোনালদো নন ফ্রান্সের কারও ব্যালন পাওয়া উচিৎ’

ঢাকা: বিস্ফোরক মন্তব্য করে বসলেন ফ্রান্সের বিস্ময় প্রতিভা কিলিয়েন এমবাপ্পে। তাঁর সরাসরি দাবি, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি এখনও বিশ্বসেরা ফুটবলার হলেও এবারের ব্যালন ডি’অর জয়ের প্রধান দাবিদার নন। বরং বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের কেউ পুরস্কারটা জিতলে সেটা ন্যায্য বিচার হবে।

রাখঢাক না করেই এমবাপ্পে বলেন,‘  কেউই এই মুহূর্তে ওদের (মেসি ও রোনাল্ডো) চেয়ে ভালো খেলছে না। ওদের যুগ যে শেষ হয়ে গেছে সেটাও বলা যাবে না।’ সঙ্গে এমবাপ্পে যোগ করছেন, ‘তবু আমার মনে হয় না ওদের দু’জনের কেউ এবার ব্যালন ডি’অর জিতবে। কারণ এটা বিশ্বকাপের বছর। বিশ্বকাপকে প্রাধান্য দিতেই হবে।’

৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সের জ়িনেদিন জ়িদানই ব্যালন ডি’অর পাওয়া শেষ ফরাসি। এখন দেখার, এবারও পল পগবা, এমবাপ্পেদের মধ্যে থেকে এই পুরস্কারের জন্য কাউকে বাছা হয় কি না। এমবাপ্পেও সেরকম কিছু আশা করছেন। তাঁর ভাষায়,‘সত্যি কথা বললে, সে রকম কিছুই আশা করছি। ফ্রান্স বিশ্বফুটবলে বিরাট কিছুই করেছে। আমাদের কাউকে পুরস্কারটা দেওয়া হলে সেটা অন্যায্য কিছু হবে না। আমি তো বলব, ফ্রান্সের কেউ এই পুরস্কারটা না পেলেই তা লজ্জার ব্যাপার হবে। আমরা একটা ইতিহাস গড়েছি। এবং তার জন্য পুরস্কৃত হলে সেটা দারুণ খুশির ব্যাপারও হবে।’

কেন এবার রোনালদো-মেসি পিছিয়ে সে ব্যাখ্যাও দিয়েছেন পিএসজি তারকা, ‘খুব নিরপেক্ষ ভাবে দেখলে বলাই যে ওদের চেয়ে ভালো এখনও কেউ নেই। মেসি ইউরোপের সেরা গোলদাতা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা আবার রোনালদো। কিন্তু বছরের সেরা প্রতিযোগিতাটা ছিল বিশ্বকাপ। তাই রাশিয়ায় কে কী করল সেটাই প্রধান বিচার্য হওয়া উচিত।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!