• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজ-তাসকিনকে নিয়ে নবীর বড় স্বপ্ন


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১০, ২০১৯, ০৫:৫০ পিএম
মোস্তাফিজ-তাসকিনকে নিয়ে নবীর বড় স্বপ্ন

ঢাকা: আর মাত্র কয়েক ঘন্টা পর মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। টুর্নামেন্ট শুরুর আগের দিন জার্সি উন্মোচন পর্ব সেরে নিয়েছে রংপুর রেঞ্জার্স। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। তবে রংপুরের বিদেশি ক্রিকেটারের কয়েকজন এখনো এসেই পৌঁছাননি। এ নিয়ে অবশ্য ভাবছেন না অধিনায়ক মোহাম্মদ নবী।

আফগান এই অলরাউন্ডার সংবাদমাধ্যমকে বলেছেন,‘ আমার দলে যারা বিদেশি প্লেয়ার আছেন, সবাই অসংখ্য ম্যাচ খেলেছে। সারা পৃথিবীতেই তারা খেলেন। সকালে বিমান থেকে নেমে বিকেলে মাঠে নেমে তারা অভ্যস্ত। অতএব এটা এমন বড় কোন ইস্যু হবে না।’

এই প্রথম বিপিএলে নেতৃত্ব দেবেন নবী। রংপুরের দায়িত্ব পেয়ে তিনি উচ্ছ্বসিত,‘ রংপুর রেঞ্জার্সের অধিনায়ক হিসেবে আমার ওপর আস্থা রাখায় আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। একটি উইনিং কম্বিনেশন তৈরিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মেধাবী বাংলাদেশি ও বিদেশিদের নিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল করেছি। লিগে ভালো ফলাফলের জন্য আমরা আমাদের সেরাটাই দেব।’

নবী ২০১৩ সাল থেকে বিপিএলে খেলছেন। ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজি হয়ে খেলেছেন তিনি,‘ প্রতিপক্ষকে জানতে অল্প সময় পেয়েছি। বাংলাদেশ আমার জন্য নতুন কিছু নয়। আট-নয় বছর ধরে আমি প্রতিবছরই খেলছি। এখানকার কন্ডিশন আমার বেশ ভালো জানা আছে।ইনশাআল্লাহ আমরা এই সাইডের জন্য একটি উইনিং কম্বিনেশন তৈরীর চেষ্টা করব।’

মোস্তাফিজ, তাসকিনের সাথে পাকিস্তানি জুনায়েদ খান মিলিয়ে বেশ শক্তিশালী পেস আক্রমণই হয়েছে রংপুর রেঞ্জার্সের। নিজেদের বোলিং ইউনিট নিয়ে উচ্ছ্বাসিত রংপুর অধিনায়ক, ‘এটা (তাসকিন, মোস্তাফিজ) আমাদের বোলিংয়ের জন্য দারুন হয়েছে। ওরা থাকায় আমাদের দল একটি শক্তিশালী বোলিং ইউনিট হিসেবে খেলতে পারবে। জুনায়েদ খান আছে। সেও খুবই ভালো। এটা একটি শক্তিশালী বোলিং সাইড। আমরা কিছু রান বোর্ডে তুলতে চেষ্টা করব। বোলিংটা ভালো করতে চেষ্টা করব।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!