• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যাক্সওয়েলের খ্যাপাটে সেঞ্চুরির কাছে সিরিজ হারল ভারত


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৮, ২০১৯, ০৯:৩৯ এএম
ম্যাক্সওয়েলের খ্যাপাটে সেঞ্চুরির কাছে সিরিজ হারল ভারত

ঢাকা: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল ভারত। সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে থাকা দলটির জন্য এই সিরিজ হার বড় ধরণের ধাক্কা। বিরাট কোহলির নেতৃত্বে ঘরের মাঠে তো বটেই বিদেশের মাটিতেও সিরিজ জিতে চলেছে ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই হেরে গেল স্বাগতিকরা।

বেঙ্গালুরুতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং সহায়ক পিচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় ভারতের। প্রথম উইকেট জুটিতেই ৬১ রান যোগ করেন শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। দলে ফিরে শিখর হতাশ করলেও, এদিন ফের নজর কাড়েন রাহুল। মাত্র ২৬ বলে ৪৭ রান করেন তিনি।

তবে পুরনো ছন্দে দেখা যায় অধিনায়ক বিরাট কোহলিকে। মাত্র ৩৮ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আগের ম্যাচে স্লো ইনিংসের জন্য সমালোচিত হওয়া ধোনিও এদিন দুর্দান্ত ইনিংস খেলেন। মাত্র ২৩ বলে ৪০ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রানের চ্যালেঞ্জিং ইনিংস খেলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মাত্র ১৩ রানের মধ্যেই ড্রেসিংরুমে  ফেরেন স্টয়নিস। আরেক ওপেনার ডার্চি শর্ট ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে অস্ট্রেলিয়াকে কার্যত এক হাতে জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ম্যাক্সওয়েল এদিন ভারতীয় বোলারদের সমস্ত অস্ত্র ভোঁতা করে দেন।

তাঁর দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যেই সিরিজে সমতা ফেরানোর সব আশা শেষ হয়ে যায় ভারতের। ৫৫ বলে সাত চার নয় ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ১৯.৪ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!