• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৬, ০২:৫১ পিএম
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯

সোনালীনিউজ ডেস্ক

প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। ‌‘স্নোজিলা’ নামের এই তুষার ঝড়ের কবলে পড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। তাদের অনেকেই খারাপ আবহাওয়াতে সড়ক দুর্ঘটনার কবলে পরেছিলেন।
রোববার দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
আরকানসাস, টেনেসি, কেনটাকি, নর্থ ক্যারোলাইনা, ওয়েস্ট ভার্জিনিয়া ও ভার্জিনিয়াসহ দক্ষিণাঞ্চলের ২০ অঙ্গরাজ্যে তুষার ঝড় বয়ে যাচ্ছে। পূর্বাঞ্চলের ওই ঝড়ে ১১টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
অনেক এলাকাতে এর মধ্যেই আড়াই ফুটের বেশি তুষার জমেছে। সড়ক, রেল আর বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েকটি রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোয় দুই লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে গৃহবন্দী হয়ে পড়েছেন ওয়াশিংটন, নিউইয়র্কের মতো বহু শহরের বাসিন্দারা।
সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!