• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যে শর্তে সাকিবকে আইপিএল খেলার অনুমতি দিল বিসিবি


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২০, ২০১৯, ০৭:৩২ পিএম
যে শর্তে সাকিবকে আইপিএল খেলার অনুমতি দিল বিসিবি

ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছর ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাওয়া আঙ্গুলের চোট বড্ড ভোগাচ্ছে সাকিব আল হাসানকে। সেই পুরনো চোট নতুন করে জেগে উঠায় নিউজিল্যান্ড সফর পুরোটাই মিস করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এরইমধ্যে খানিকটা সুস্থ অনুভব করছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মাঠে নামতে চিকিৎসকের  বেধে দেওয়া সময় বুধবারই (২০ মার্চ) শেষ হয়েছে।   

এদিকে ২৩ মার্চ মাঠে গড়াচ্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর। সাকিব আল হাসানকে এবারও রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ফ্র্যাঞ্চাইজিটির প্রথম ম্যাচ রোববার। প্রতিপক্ষ সাকিবের সাবেক দল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য এই ম্যাচেই খেলতে পারবেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে কোনও ঝুঁকি নেওয়া চলবে না, এই শর্তে।  

বিশ্বকাপের আগে আইপিএল খেলতে গিয়ে সাকিব যেন চোটে না পড়ে সেই দিকে দৃষ্টি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান  আকরাম খান বলেন, ‘সাকিব আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেটা নিয়ে আমাদের ভাবনা আছে। যাওয়ার আগে ওর সঙ্গে কথা বলবো, যেন ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয়। আর সাকিব নিজেও নিজের ব্যাপারে ভালো বুঝবে।’

তিনি বলেন, ‘অবশ্যই শুরু (আইপিএল) হওয়ার আগে তো যাবেই। ডাক্তারের পরামর্শ ছিল ২০ মার্চ পর্যন্ত খেলতে পারবে না। কয়েকদিন তো অনুশীলনও করেছে সে। আমার মনে হয় ওর ফিটনেসটা ঠিক আছে। গত ৭ দিন অনুশীলন করেছে; ব্যাটিং-বোলিংও করেছে। ডাক্তারের বেধে দেওয়া সময় শেষ হয়েছে আজ, কাজেই সে এখন পুরোই ফিট।’

আইপিএল শুরু হতে আর বাকি চার দিন। সাকিব কবে দেশ ছাড়ছেন এ ব্যাপারে কিছু বলতে পারলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। জানা গেছে আগামী বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে রওনা হবেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবকে আগেই আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে জানান আকরাম, ‘ওটাতো এরইমধ্যে দেওয়া হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!