• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া


নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০১৯, ০৮:২৭ পিএম
রাজধানীতে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

ঢাকা: ইফতারের পরপরই হঠাৎ করে তুমুল ঝড়-বৃষ্টিতে প্রায় লণ্ডভণ্ড অবস্থা হয়েছে রাজধানীর বেশ কিছু এলাকা। লালবাগ এলাকার বাসিন্দা আহসানউল্লাহ প্রচণ্ড গরমের কারণে ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়‌ার আগে ঘরের সব জানালা খুলে নামাজ পড়তে দাঁড়ান। সালাম ফেরানোর আগেই টের পান প্রচণ্ড বাতাসে তার শরীর জুড়িয়ে যাচ্ছে। ক্ষণিকের মধ্যে বৃষ্টির ঝাপটা এসে শরীর ভিজিয়ে দেয়।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রকৃতির খেয়াল বোঝা দায়। বিকেলে আকাশে মেঘবৃষ্টির ছি‌টেফোটার লক্ষণও ছিল না। গুমোট গরমে দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু সন্ধ্যার পরে নামা ঝোড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টিতে প্রাণটা জুড়িয়ে গেল।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম রাত সাড়ে ৭টায় জানান, ইফতারের পর রাজধানীতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

ইফতারের পর বৃষ্টি নামায় নগরবাসী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!