• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালকে শিরোপা হাতে দেখতে চান না মেসি


স্পোর্টস ডেস্ক মে ১১, ২০১৬, ০২:৩২ পিএম
রিয়ালকে শিরোপা হাতে দেখতে চান না মেসি

মনের কথা চেপে রাখলেন না লিওনেল মেসি। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে শিরোপা হাতে দেখতে চান না তিনি। ক্লাব ফুটবলে ইউরোপের সেরা এই প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালে আতলেতিকোর কাছে হেরে ছিটকে পড়ে বার্সেলোনা। তবে এ কারণে দিয়েগো সিমেওনের দলের প্রতি কোনো বিদ্বেষ নেই মেসির। বরং বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে ওঠা দলটিকেই রিয়ালের বিপক্ষে ফাইনালে সমর্থন করবেন আর্জেন্টিনা অধিনায়ক।

এটা পরিষ্কার যে, বার্সেলোনার কোনো মানুষই রিয়াল মাদ্রিদের কোনো শিরোপা জয় দেখতে চায় না। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাদের আতলেতিকো হারাতে পারলে খুবই খুশির বিষয় হবে।
গত রোববার লেভান্তের কাছে হেরে লা লিগার শিরোপা লড়াই থেকে আতলেতিকো ছিটকে পড়লেও চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরম্যান্সের প্রশংসা করেন মেসি।

আতলেতিকো মাদ্রিদ যা করেছে তা অসাধারণ, তাদের হারানো সহজ নয়। তারা খ্বু শক্তিশালী দল এবং তাদের পারফরম্যান্সের জন্য দিয়েগো সিমেওনের প্রশংসা প্রাপ্য।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!