• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না কোহলি


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৮, ২০১৯, ০২:৩৭ পিএম
লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না কোহলি

ঢাকা : ভারতের লোকসভা নির্বাচনে নিজের ভোট দিতে পারবেন না বিরাট কোহলি। এমনটা শুনে কেউ অবাক হলেও ঘটনা সত্যি। ভারত অধিনায়কের ভুলেই তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

কোহলি নতুন দিল্লির বাসিন্দা। কিন্তু বেশিরভাগ সময় থাকেন মুম্বাইয়ে। তাই তিনি মুম্বাইয়ের ভোটার হয়ে চেয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের নাম তালিকাভুক্ত করতে পারেননি কোহলি।

এক নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, অনলাইনে কোহলি আবেদন জমা দিলেও তিনি ভোট দিতে পারবেন না। কারণ নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার ফলে এই আবেদন মঞ্জুর করা সম্ভব হয়নি৷ ফলে এবারের নির্বাচনে ভোট দেওয়া হচ্ছে না কোহলির।

ভারত অধিনায়কের স্ত্রী বলিউড নায়িকা আনুশকা শর্মাও কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন। সে কারণেই কোহলি চেয়েছিলেন মুম্বাইয়ের ওরলি থেকে ভোটার হতে। ভোটার তালিকায় নাম তালিকাভুক্ত করার শেষ দিন ছিল ৩০ মার্চ। ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিতে ব্যর্থ হয়েছেন কোহলি। ফলে ২৯ এপ্রিল তিনি ভোট দিতে পারবেন না।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!