• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শুধু সাদা নয় রঙিন পোশাকও পড়তে চান মুমিনুল


ক্রীড়া প্রতিবেদক  আগস্ট ২২, ২০১৯, ০৬:১৪ পিএম
শুধু সাদা নয় রঙিন পোশাকও পড়তে চান মুমিনুল

ঢাকা: ক্রিকেটের তিন সংস্করণের মাঝে কেবল একটিতে খেলেন মুমিনুল হক। সাদা পোশাকের ক্রিকেটে তিনি স্বয়ংক্রিয়ভাবেই নির্বাচকদের পছন্দ। কিন্তু রঙিন পোশাকের অন্য দুই সংস্করণে মুমিনুল খেলেন না দীর্ঘদিন হলো। তবে তাঁর টেস্ট ব্যাটসম্যানের তকমাটা মোটেও পছন্দ নয়। মুমিনুল স্বপ্ন দেখেন তিন সংস্করণেই খেলার। টেস্টে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে অন্য দুই সংস্করণেও নিজের জায়গা পাকা করতে চান। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমকে মুমিনুল বলছিলেন,‘ টেস্ট ক্রিকেটে উন্নতি করতে হলে আপনাকে সব সময় অনুশীলন চালিয়ে যেতে হবে। এ কারণেই আমি বাড়তি অনুশীলন করি। আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে যদি আমি খুব ভালো গড় নিয়ে যাই, তাহলে (অন্য সংস্করণেও সুযোগ পাওয়ার) ভালো একটা সুযোগ আছে।’

টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হওয়ায় বাংলাদেশের টেস্ট ম্যাচের সংখ্যা বেড়েছে। নিয়মিত ম্যাচ খেলার সুযোগ থাকায় এই সংস্করণে দ্রুতই উন্নতির সম্ভাবনা দেখছেন মুমিনুল,‘  আমার মনে হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশীপ হওয়াতে আমাদের দেশের জন্য ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। কেননা, টেস্ট ক্রিকেট আমাদের দেশে মনোযোগ পায় না। এখন পাবে, সেদিক থেকে বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো হয়েছে।’

এরপর মুমিনুল যোগ করেছেন,‘  ম্যাচ খেললে পারফর্ম করার সুযোগ বাড়বে। ভালো ফল করার সুযোগ থাকে, দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। র্যাং কিংয়ে ওপরের দিকে যাওয়ারও সুযোগ থাকে। এদিক দিয়ে চিন্তা করলে আমার মনে হয়, এটা খুব ভালো একটি মঞ্চ আমাদের জন্য।’

আসছে নভেম্বরে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপে অভিষেক হবে বাংলাদেশের। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টটিকে তাই মুমিনুল প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন,‘ টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ খেলা একটা ভালো প্রস্তুতি। আমাদের সবার জন্যই ভালো সুযোগ। মনে হয়, ভালো একটি ম্যাচ হবে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওদের স্পিন আক্রমণ আমাদের সামনে আসবে…আমরা জানি যে, উপমহাদেশে আফগানদের স্পিন আক্রমণ অনেক ভয়ঙ্কর।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!