• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শৃঙ্খলার ক্ষেত্রে কঠোর হবেন পাক কোচ


স্পোর্টস ডেস্ক মে ১১, ২০১৬, ০২:৩৮ পিএম
শৃঙ্খলার ক্ষেত্রে কঠোর হবেন পাক কোচ

পাকিস্তান দলের শৃঙ্খলা, ফিটনেস ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে কোনো আপোষ করবেন না বলে জানিয়েছেন দলটির নতুন প্রধান কোচ মিকি আর্থার। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে ব্যর্থতার দায় মাথায়ে নিয়ে এপ্রিলে কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনুস। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকান আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আর্থার ইতোপূর্বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। প্রোটিয়াদের বস হিসেবে তিনি অনেক সাফল্য পেলেও অজিদের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হয়েছেন। ২০১৩ সালে ভারত সফরের সময় অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের দলের শৃঙ্খলা ভঙ্গের দায় চারজনকে বহিষ্কার করা হয়েছিল।

চলতি মাসের শেষের দিকে পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করতে যাওয়া আর্থার জানিয়েছেন যে তিনি শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। ৪৭ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘আমরা যাতে অধিকতর ভালো ফলাফল করতে পারি সেই জন্য শৃঙ্খলার ক্ষেত্রে আমি অনেক কঠোর হব।’

৪১ বছর বয়সী মিজবাহ-উল-হকদের নতুন বস আরো বলেন, ‘আমি চাই প্রত্যেকে দলের জন্য খেলবে। কোনো স্বার্থপর খেলোয়াড়কে আমি চাই না।’

দলের শক্তিশালী দিক উল্লেখ করে আর্থার বলেন, ‘আমাদের বোলিং ভালো আছে কিন্তু ব্যাটিংয়ে বড় ধরনের উন্নতি করতে হবে। আমরা ফিটনেস ও ফিল্ডিংয়ের বিষয়ও কঠিন হব। যারা দীর্ঘ দিন খেলতে পারবে তাদেরকে আমার দরকার। এ বিষয়গুলো অবহেলা করার মতো না। যে সব খেলোয়াড়দের বল প্রয়োগ করতে হয় না, আমি তাদেরকে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!