• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় গিয়ে ফর্মে ফিরতে পারবেন সৌম্য-মিরাজরা!


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৭:৫৫ পিএম
শ্রীলঙ্কায় গিয়ে ফর্মে ফিরতে পারবেন সৌম্য-মিরাজরা!

ঢাকা: বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল গেছে ভারত সফরে। মুমিনুল হকের নেতৃত্বে বুধবার বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। 

বাংলাদেশ ‘এ’ দলে ঠাঁই পেয়েছেন যারা তাদের বেশিরভাগই জাতীয় দলের হয়ে খেলেছেন। এই দলে রয়েছেন সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেনরা। আছেন ছন্দ হারিয়ে ফেলা সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজও। ইমার্জিং দলের অধিনায়ক হিসেবে মঙ্গলবার ভারত সফরে যাওয়া সাইফ হোসেনকে রাখা হয়েছে এই দলে। শান্ত ও সাইফ পরে যোগ দেবেন কলম্বোয়।

শ্রীলঙ্কা সফরে থাকছেন জহুরুল ইসলাম, নুরুল হাসান, এনামুল হকের মতো জাতীয় দলে জায়গা হারিয়ে ফেলা খেলোয়াড়েরাও। 

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান, এনামুল হক, সৌম্য সরকার, আবু জায়েদ, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ‘এ’ দলের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু

২৩-২৬ সেপ্টেম্বর, চার দিনের ম্যাচ কাটুনায়েকে

৩০ সেপ্টেম্বর- ০৩ অক্টোবর, চার দিনের ম্যাচ গল

৭ অক্টোবর প্রথম ওয়ানডে, হাম্বানটোটা

৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে, হাম্বানটোটা

১২ অক্টোবর তৃতীয় ওয়ানডে, কলম্বো

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!