• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সাকিব না থাকলেও জয়ের সামর্থ্য আমাদের আছে’


নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০১৯, ০৩:২৭ পিএম
‘সাকিব না থাকলেও জয়ের সামর্থ্য আমাদের আছে’

ঢাকা: সর্বনাশটা হয়েছে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে। সাকিব আল হাসান চোট পেয়েছেন পিঠের বাঁ পাশের পেশিতে। আর এটাই তাঁর খেলার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সাকিব খেলতে পারবেন কিনা তা অনিশ্চিত। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার টিম ম্যানেজম্যান্ট তাঁর ওপরই ছেড়ে দিয়েছে।

শুক্রবার সাকিব তাঁর শরীরের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন। তবে শেষ অবধি বিশ্বসেরা অলরাউন্ডারকে পাওয়া না গেলে তার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই রেখেছেন অধিনায়ক। তিনি জানিয়েছেন, সাকিবকে ছাড়াই শিরোপা জয়ের ব্যাপারে দলের আত্মবিশ্বাস রয়েছে,‘সাকিবের থাকা না থাকাই ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর, অধিনায়ক হিসেবে সেটা আমি মনে করি না। সাকিব কত গুরুত্বপূর্ণ বা কত বড় ক্রিকেটার, সেটা আমার মুখ থেকে শুনতে হবে না। সাকিব বাংলাদেশের জন্য কী করে বা কত বড় ক্রিকেটার, সবাই জানে। সাকিব যদি না খেলতে পারে, ওকে মিস করা আমাদের জন্য ভালো খবর অবশ্যই নয়।’

এরপর মাশরাফি যোগ করেছেন,‘ তবে পাশাপাশি এটাও বলব, সাকিবকে ছাড়াও এই ম্যাচ জয়ের সামর্থ্য আমাদের আছে। এজন্যই সেরা ১৫ জনকে আনা হয়। আমি অধিনায়ক হিসেবে বলব, সাকিব না খেললে, ওর জায়গায় যে খেলবে, সেও পেশাদার ও তারও সামর্থ্য আছে ভালো করার।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!