• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সানজিদা-স্বপ্না-কৃষ্ণারাও পেলেন ১০ লাখ টাকা করে


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৯, ০৬:১৫ পিএম
সানজিদা-স্বপ্না-কৃষ্ণারাও পেলেন ১০ লাখ টাকা করে

ছবি: বাফুফে

ঢাকা: ছেলেদের জাতীয় দল নয়, বাংলাদেশের ফুটবল বাঁচিয়ে রেখেছে বয়স ভিত্তিক নারী ফুটবলাররা। গত কয়েক বছর ধরেই ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে সাবিনা, মারিয়া, আখিঁ কিম্বা কৃষ্ণা রাণীরা। মেয়েদের একের পর এক সাফল্যে দারুণ খুশি ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল বছর সাফজয়ী অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের গনভবনে ডেকে সংবর্ধনা দিয়েছেন। দিয়েছেন আর্থিক পুরস্কারও।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনূর্ধ্ব-১৮ দলের অবশিষ্ট ১০ নারী খেলোয়াড়কে সংবর্ধনার পাশাপাশি ১০ লাখ টাকা করে প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির এক কর্মকর্তা পেয়েছেন ৫ লাখ টাকা। এদিন খেলোয়াড় ও কর্মকর্তা মিলে ১১ জনের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন  প্রধানমন্ত্রী।  

পুরস্কারপ্রাপ্তরা হলেন- নারী ফুবলার রুকসানা বেগম, বেগম মারজিয়া, সানজিদা আক্তার, মোসাম্মৎ ইসরাত জাহান স্বপনা, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, শিউলি আজিম, মোসাম্মৎ ইসরাত জাহান রত্মা, মোসাম্মৎ রাজিয়া খাতুন ও মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ।

গত বছরের ৭ অক্টোবর সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছিলেন। ১১ অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন শেখ হাসিনা। তবে দশ খেলোয়াড় ও এক কর্মকর্তা তখন ছিলেন না। আজ তাদেরও পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী।  

এর আগে গত বছর ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে চ্যাম্পিয়ন মেয়েদেরও সংবর্ধনা ও পুরস্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!