• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাব্বিরের অন্যরকম স্যালুট


ক্রীড়া ডেস্ক জুলাই ৭, ২০২০, ১১:০৭ এএম
সাব্বিরের অন্যরকম স্যালুট

ঢাকা : পুরো বিশ্ব বর্তমানের লড়ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। মানুষের জন্য বেঁচে থাকাটাই এখন বড় একটা চ্যালেঞ্জ। বাংলাদেশও এখন লড়ছে করোনা ভাইরাস থেকে বাঁচতে। প্রতিদিনি হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে। তাদের রক্ষা করতে প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক সহ অনেক মানুষ। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান সেই সব মানুষদের স্যালুট জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করে যাওয়া এই সকল মানুষদের স্যালুট জানিয়েছেনে সাব্বির।

সাব্বির স্ট্যাটাসে লিখেন, ‘আপনি যা পারেন সেটা আপনার শক্তি নয় বরং লড়াই করে যাওয়াটাই আপনার শক্তি। তাদেরকে স্যালুট জানাই যারা করোনার এই কঠিন সময়ে দেশকে রক্ষার জন্য লড়াই করছেন।‘

বাংলাদেশে এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬’শ ১৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দুই হাজার ৯৬ জন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!