• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বরুপে ফিরতে মোস্তাফিজকে পরামর্শ দিলেন ইরফান পাঠান


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১২, ২০১৯, ০৯:২০ পিএম
স্বরুপে ফিরতে মোস্তাফিজকে পরামর্শ দিলেন ইরফান পাঠান

ঢাকা: ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবমিলিয়ে ৯.৪ ওভার বল করেছেন মোস্তাফিজুর রহমান। এই তিন টি-টোয়েন্টিতে মোস্তাফিজ ৯২ রান দিয়েছেন। থেকেছেন উইকেটশূন্য। একটি ব্যর্থ সিরিজ শেষ করে মোস্তাফিজ এখন ভারতের বিপক্ষে টেস্টের সামনে। টেস্টে নামার আগে মোস্তাফিজকে কিছু পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান।

ভারতের সাবেক এই পেসার মনে করেন, ফিজের বোলিংয়ের কৌশলেও কিছু পরিবর্তন আনা দরকার। তিনি জানালেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি মোস্তাফিজের বোলিং ঠিক আছে। শুধু তার লেংথে সমস্যা। তাকে ফুলার লেংথে বল করতে হবে। আপনি যদি তার ক্যারিয়ারের দিকে তাকান দেখবেন বেশিরভাগ উইকেট সে ফুলার ডেলিভারিতে পেয়েছে। কারণ এই ডেলিভারিতে তার ভ্যারিয়েশনগুলো খুব কাজে আসে।’

এরপর ইরফান পাঠান বলেছেন, ‘আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ হলো যে ফলো-থ্রুতে মোস্তাফিজ নিজের ভারসাম্য রাখতে পারছে না, সামনে ঝুঁকে যাচ্ছে। তার ডানহাত শরীর থেকে দূরে সরে যাচ্ছে, বিশেষ করে সে যখন ডেলিভারি দেয়। এটা নিয়ে মোস্তাফিজের আরও কাজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন ডানহাত ব্যাটসম্যানের দিকে ঝুঁকে না যায়। যদি মোস্তাফিজ সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারে তাহলে নিজের বোলিং আরও বেশি নিয়ন্ত্রণে আনতে পারবে।’

বলে গতি না আনলেও সফল হওয়া যায় জানিয়ে ইরফান বলেন, ‘সে বাঁহাতি পেসার। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিতে বল করতে পারলে সেটা ঠিক আছে। তবে আমি মনে করি না সাফল্য পেতে হলে প্রতিটি পেসারকে ১৪০ বা ১৫০ কিলোমিটার গতিতে বল করতে হবে। আপনারা যদি গ্লেন ম্যাকগ্রাকে দেখেন, সে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০’র বেশি উইকেট পেয়েছে। তার বোলিং কিন্তু ১৪৫ কিলোমিটারের গতিতে ছিল না। ওয়াসিম আকরাম কিন্তু ১৫০ প্লাস গতিতে বল করেননি। কিন্তু তার বোলিংয়ে ভ্যারিয়েশন ঠিক ছিল। এটা কোনও গতির বিষয় না। বিষয়টা হলো নিজের নিয়ন্ত্রণ রেখে সঠিক জায়গায় বল ফেলা।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!