• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাফ সেঞ্চুরির পর তামিম-মুশফিকের বিদায়


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৮, ০৩:২৪ পিএম
হাফ সেঞ্চুরির পর তামিম-মুশফিকের বিদায়

ছবি: সংগৃহীত

ঢাকা: লিটন দাসের রিটায়ার্ড হার্টের পর ইমরুল দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে  বাংলাদেশ। দ্রুতই সেই চাপ কাটিয়ে উঠে মুশফিক-তামিম ব্যাটে। তারা দুজনেই তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি। কিন্তু হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রুপ দিতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। তিন উইকেট হারিয়ে সাকিব-মাহমুদউল্লাহর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে স্বাগতিক দল। সাকিব আল হাসান ৬ এবং মাহমুদউল্লাহ ৬ রান নিয়ে ব্যাট করছেন।  

মঙ্গলবার (১১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ওসানে টমাসের ইয়র্কার লেংথের বলে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যেতে হলো বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান লিটন দাসকে। শেষ খবর পাওয়া পর্যন্ত লিটনকে হাসপাতালে নেওয়া হয়েছে এক্সরে করানোর জন্য। টানা দ্বিতীয়বারের মতো টমাস তুলে নিয়েছেন তিন নম্বরে নামা ইমরুল কায়েসের উইকেটটি। প্রথম কয়েকটি বলে ছটফট করে শেষ পর্যন্ত ইমরুল টমাসের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে শাই হোপকে।

লিটন দাসের রিটায়ার্ড হার্টের পর ইমরুল দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে গিয়েছিলো বাংলাদেশ। সেই চাপ দ্রুততায় কাটিয়ে উঠে অভিজ্ঞ মুশফিক-তামিম জুটিতে। দুজনের মধ্যে দারুণ মেলবন্ধন গড়ে উঠেছিল। দুজনই ব্যাটে ছোটাচ্ছিলেন স্ট্রোকের ফুলঝুরি। এতে দুরন্ত গতিতে ছুটছিল বাংলাদেশ। তবে হঠাৎই খেই হারালেন তামিম। দেবেন্দ্র বিশুকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে কেমার রোচের হাতে ধরা পড়লেন তিনি। ফেরার আগে ৬৩ বলে ৪ চার ও ১ ছক্কায় কাঁটায় ৫০ রান করেন ড্যাশিং ওপেনার। এটি তার ক্যারিয়ারের ২৬তম ফিফটি।

এরপর হাফসেঞ্চুরি করে ফিরে যান মুশফিকুর রহীমও। দলীয় ১৩২ রানে টমাসের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

আজ দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার দল। খেলছেন রুবেল ও ইমরুল কায়েস- দুজনেই। অন্যদিকে, প্রথম ম্যাচে হেরে যাওয়া ক্যারিবীয়রা নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। অফফর্মে থাকা ওপেনার কিয়েরন পাওয়েলের বদলে তারা দলে নিয়েছে চন্দরপল হেমরাজকে।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!