• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে শুয়েই তামিম-মুশফিকদের খবর নিলেন ওবায়দুল কাদের


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৮, ২০১৯, ০৪:০৮ পিএম
হাসপাতালে শুয়েই তামিম-মুশফিকদের খবর নিলেন ওবায়দুল কাদের

ফাইল ছবি

ঢাকা: সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলের মধ্যে একটি জায়গায় অদ্ভুদ মিল পাওয়া যায়! হতে পারে সেটি কাকতালিয়। উভয়ই মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। বুকে প্রচন্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সঙ্কটাপন্ন অবস্থায় তাকে লাইফ সাপোর্ট দিয়েই নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। অপরদিকে ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়ে অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেয়েছে টাইগাররা।  

এই মুহুর্তে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওবায়দুল কাদের। ক্রমেই সুস্থ হয়ে উঠছেন তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) কিছু পরীক্ষা-নিরীক্ষার পর সড়ক ও সেতুমন্ত্রীর বাইপাস সার্জারির তারিখ চূড়ান্ত হবে। হাসপাতালে শুয়েই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার খবর পেয়েছেন তিনি। অল্পের জন্য বেঁচে যাওয়া তামিম-মুশফিকদের খোঁজ-খবর নিয়েছেন ওবায়দুল কাদের।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে সড়ক ও সেতুমন্ত্রীর তথ্য কর্মকর্তা আবু নাছের জানান, ‘সোমবার (১৮ মার্চ) সকালে তিনি (ওবায়দুল কাদের) সীমিতভাবে হাঁটা-চলা করেছেন। এসময় তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে এবং নিউ জিল্যান্ডে হামলার ঘটনার খোঁজ নেন। নিউ জিল্যান্ড থেকে ক্রিকেটাররা সবাই নিরাপদে ফিরেছে কিনা তারও খোঁজ নেন তিনি।’

সেতুমন্ত্রীর এ তথ্য কর্মকর্তা আরও বলেন, ‘সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর চিকিৎসকরা বুধ নাকি বৃহস্পতিবার তার বাইপাস সার্জারি করবেন তা জানানো হবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!