• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হেলস-রুশোর খ্যাপাটে ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের রেকর্ড ২৩৯


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০১৯, ০৯:৩৯ পিএম
হেলস-রুশোর খ্যাপাটে ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের রেকর্ড ২৩৯

ঢাকা: অনেক কাঠখড় পুড়িয়ে ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস গেইল। আগের ম্যাচে ধীরলয়ে খেলে তুলে নিয়েছিলেন এবারের বিপিএলের প্রথম ফিফটি। কিন্তু পরের ম্যাচেই চিটাগাং ভাইকিংসের বিপক্ষে আবার দুর্দশায় পড়লেন গেইল। আবু জায়েদের বলে এলবিডব্লু হয়ে গেলেন। রান করতে পারলেন ২। তখন কে জানত এই ম্যাচেই দেখতে চলেছে বিপিএলের ইতিহাসেই সর্বোচ্চ রানের ইনিংস।

রাইলি রুশো তো ফর্মে ছিলেনই, তাঁর সঙ্গে যোগ দিলেন অ্যালেক্স হেলস। দুজনের মারকাটারি ব্যাটিংয়ে রংপুর রাইডার্স তুলেছে ৩ উইকেটে ২৩৯ রান। এটাই বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস।

৬ রানে গেইলকে হারিয়ে তখন বিষম চাপে রংপুর। তবে ছন্দ ধরে রেখে শুরুর ধাক্কা সর্ব উত্তরের দলটি কাটিয়ে উঠেছে অ্যালেক্স হেলসের ব্যাটে। শুধু কাটিয়েই উঠেনি চিটাগাংয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন রানের বোঝা। পাগলা ঘোড়ার মতো ব্যাট চালিয়েছেন অ্যালেক্স হেলস। ভাইকিংসের বোলারদের বোলিং কার্যক্ষমতাই হেল করে দিয়েছেন। যে ইনিংসটি দেখার কথা ছিল গেইলের ব্যাটে, সেটাই করে দেখালেন হেলস।

এক প্রান্তে বোলারদের কচুকাটা করছেন আর অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখছেন রাইলি রুশো। ৪৭ বলে সেঞ্চুরি তুলে নিয়ে পরের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসলেন হেলস। ৪৮ বলে ১১ চার আর পাঁচ ছক্কায় কাটায় কাটায় ১০০ রানের ইনিংস খেললেন এই ইংলিশ ব্যাটসম্যান। হেলসের সেঞ্চুরির দিকে হাঁটার সময়ই হাত খুলতে থাকেন রুশো। এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের মালিক শেষ অবধি অপরাজিত থেকে সেঞ্চুরি তুলে নিয়েই ফিরলেন। হেলসের মতো তিনিও ঠিক কাটায় কাটায় ১০০ করেছেন। ৫১ বলে খেলা রুশোর এই ইনিংসে ছিল আটটি চার ও ছয়টি ছক্কা। মাঝে ডি ভিলিয়ার্স এসে ফিরে গেছেন ২ বলে ১ রান করে।

মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে এসেছে ১০ বলে ১৫ রান। ৪ বলে ১১ করে অপরাজিত ছিলেন নাহিদুল। এই ঝড়ের মাঝে ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আবু জায়েদ।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিতে এক মুহূর্তও ভাবেননি চিটাগাং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। মাশরাফিও জানিয়েছেন, টসে জিতলে তিনিও আগে বোলিং করতেন। এই ম্যাচটি স্বাগতিক চিটাগাং ভাইকিংসের বেশি গুরুত্বপূর্ণ রংপুরের জন্য। কারণ এক পা প্লে-অফে দিয়েই রেখেছে স্বাগতিকরা। কিন্তু রংপুর হেরে গেলে দলটির জন্য প্লে-অফে যাওয়া কঠিন হয়ে পড়বে। সেটি মাথায় রেখে রংপুর এমন ব্যাটিং করল যে সেটাকে টপকাতে হলে নতুন রেকর্ড গড়তে হবে।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!