• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
দ্বিতীয় ইনিংস

১৬ রানেই দুই উইকেট হারাল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৬, ২০১৯, ১০:৫০ এএম
১৬ রানেই দুই উইকেট হারাল বাংলাদেশ

ঢাকা : প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইংনিসে নেমেই মাত্র ১৬ রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ।  দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যানে সাদমান ও ইমরুল কায়েস তাদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন।  

শনিবার (১৬ নভেম্বর) টেস্টের তৃতীয় দিনে আগের দিনের ৬ উইকেটে ৪৯৩ রানেই ইনিংস ঘোষণা করেছে ভারত।  এতেই ৩৪৩ রানের লিড নিয়েছে তারা।  ফলে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।  ইমরুল কায়েস ও সাদমান ইসলাম দিনের খেলা শুরু করেছেন।

পরে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৩ রানের পাহাড় গড়ে ভারত।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০

ভারত ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬ (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পুজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ৩১-৫-১১৫-১, আবু জায়েদ ২৫-৩-১০৮-৪, তাইজুল ২৮-৪-১২০-০, মিরাজ ২৭-০-১২৫-১, মাহমুদউল্লাহ ৩-০-২৪-০)।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!