• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮২ বছরের রেকর্ড ভেঙে ইয়াসির শাহ’র বিশ্বরেকর্ড


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৬, ২০১৮, ০৫:১৬ পিএম
৮২ বছরের রেকর্ড ভেঙে ইয়াসির শাহ’র বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের পরে পাকিস্তানি ইয়াসির শাহই বর্তমানে সেরা। সেটি আবারও প্রমাণ করলেন পাকিস্তানের ডান-হাতি লেগ-স্পিনার। ৮২ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে দ্রুত ২শ’ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন ইয়াসির।

এদিন নিজের ৩৩তম ম্যাচে ২শ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ইয়াসির। দ্রুত ২শ’ উইকেট শিকারের রেকর্ড ১৯৩৬ সালে গড়েছিলেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার ক্লারি গ্রিমেট। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের ৩৬তম ম্যাচে ২শতম উইকেট পূর্ণ করেছিলেন গ্রিমেট। সেই রেকর্ড ভেঙ্গে সবচেয়ে কম ম্যাচে ২শ’ উইকেট শিকারের নতন নেতর্ড গড়লের পাকিস্তানী ইয়াসির।

নিউজিল্যান্ডের বিপক্ষে আবু ধাবি টেস্ট খেলতে নামার আগে ইয়াসিরের উইকেট সংখ্যা ছিলো ১৯৫টি। ২শ’ উইকেট শিকারের মাইলফলক থেকে ৫ উইকেট দূরে ছিলেন তিনি। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রানে ৩ উইকেট নেন ইয়াসির।

এরপর দ্বিতীয় ইনিংসে ম্যাচের তৃতীয় দিন ১ উইকেট নিয়ে ২শতম শিকারের দ্বারপ্রান্তে পৌঁছেন ইয়াসির। ম্যাচের চতুর্থ দিন সকালে আজ নিউজিল্যান্ডের উইলিয়াম সমারভিলকে শিকার করে টেস্ট ক্যারিয়ারে ২শ’ উইকেট পূর্ণ করেন ইয়াসির। গড়েন বিশ্বরেকর্ড।

টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট শিকারীর পাঁচ ক্রিকেটার:
খেলোয়াড়           দেশ        উইকেট     সাল
ইয়াসির শাহ      পাকিস্তান     ৩৩        ২০১৮
ক্ল্যারি গ্রিমেট     অস্ট্রেলিয়া     ৩৬        ১৯৩৬
রবিচন্দ্রন অশ্বিন   ভারত       ৩৭        ২০১৬
ডেনিস লিলি      অস্ট্রেলিয়া    ৩৮        ১৯৭১
ওয়াকার ইউনুস  পাকিস্তান     ৩৮        ১৯৯৫

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!