• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ বছরে সময় টেলিভিশন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০১৯, ১২:৩১ পিএম
৯ বছরে সময় টেলিভিশন

ঢাকা: ৯ বছরে পা দিলো সময় টেলিভিশন। বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীতে সময় টেলিভিশনের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি।

‘সময়ের প্রয়োজনে সময়’ স্লোগানে ২০১০ সালের ১০ অক্টোবর পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে সময় টেলিভিশন। পরের বছর ১৭ এপ্রিল বিকেল ৫টার সংবাদ সম্প্রচারের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংবাদ সংগ্রহ এবং তা দর্শকের কাছে পৌঁছে দিতে সময় টেলিভিশনে কাজ করছেন একদল উদ্যমী কর্মী। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে টেলিভিশন চ্যানেলটি।

স্যাটেলাইটের পাশাপাশি ডিজিটাল মাধ্যমের দর্শকের কথা মাথায় রেখে সময় টিভি চালু করেছে অনলাইন নিউজ পোর্টাল। এছাড়া ইউটিউব চ্যানেলে সরাসরি সময় টিভি দেখার পাশাপাশি পাওয়া যায় সব সংবাদের আপডেট।

বিশ্বব্যাপী ওয়েবসাইট র‌্যাংকিং ভিত্তিক প্রতিষ্ঠান অ্যালেক্সা অনুযায়ী সময় টিভির নিউজ পোর্টালটির র‌্যাংকিং ১১।

অন্যদিকে সময়ের ইউটিউব চ্যানেলটিও এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের সবচেয়ে বেশি কন্টেন্ট সমৃদ্ধ এই চ্যানেল ইউটিউব থেকে অর্জন করেছে গোল্ড বাটন অ্যাওয়ার্ড।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!