• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‍‘আমরা চাই মাশরাফি ভাই আরও অনেক দিন খেলুক’


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৮, ০৫:৪৬ পিএম
‍‘আমরা চাই মাশরাফি ভাই আরও অনেক দিন খেলুক’

ছবি: সংগৃহীত

‌‌‍ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফয়সালা হবে সিলেটে শুক্রবার। এখানে যে দল জিতবে তারা সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেবে। ঘরের মাঠে নিশ্চয় বাংলাদেশ দল চাইবে সিরিজ নিজেদের করে নিতে। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও সেটি চাইছেন। এ জন্য তিনি দলের উন্নতির জন্য কিছু জায়গা তুলে ধরলেন। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ঢাকায় শেষ ওয়ানডে খেললেন কিনা এ ব্যাপারে কিছু বলতে পারেননি।

বাংলাদেশ ‘ডু অর ডাই’ ম্যাচগুলো ভালো খেলে। সেদিকে ইঙ্গিত করে মিরাজ সংবাদমাধ্যমকে জানালেন, ‘এখনও তো আমরা সিরিজে আছি, লাস্ট ম্যাচ আমাদের ডু অর ডাই। আর আসলে আমাদের ডু অর ডাই ম্যাচ গুলোই আমরা ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা শেষ ম্যাচে সিরিজ জিতেছিলাম।’

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধে আছেন সিলেটে জিতে সিরিজ নিজেদের করে নেবে মাশরাফির দল। মিরাজেরও সেই আশা, ‘আমাদের জন্য একটা ভালো সুযোগ পরের ম্যাচে। আশা করছি ভালোভাবেই ঘুরে দাঁড়াব।’

দ্বিতীয় ওয়ানডেতে হারের কারণ কিছু কারণ খুজেঁ পেয়েছেন মিরাজ। তাঁর মতে,‌  ‘কাল কিন্তু আমরা খুব ভালো শুরু করেছিলাম। ফিনিশিংটা ওইরকম ভালো হয়নি। হয়তো ২০ রান আমরা কম করেছি, ২০ রান করলে হয়তো ভালো হতো।’

পেসার ও ব্যাটসম্যানদের উন্নতির জায়গাও দেখিয়ে দিলেন মিরাজ, ‘বিশেষ করে আমাদের পেস বোলারদের একটু, আমরা শেষ কয়েক ম্যাচে স্লগ ওভারে ভালো বল করিনি। আমার কাছে মনে হয় ওই সব জায়গায় উন্নতি করলে ভালো হবে। আর অবশ্যই ব্যাটসম্যানরাও ভালো করছে। এটা স্রেফ চালিয়ে যেতে হবে।’

মাশরাফি ঢাকায় শেষ ম্যাচ খেলে ফেললেন কিনা, এ প্রশ্ন অধিনায়ককে যেমন করা হয়েছে তেমনি মিরাজকেও। তবে এর সঠিক জবাব দিতে পারেননি তিনি। মিরাজ শুধু বললেন,‌ ‘মাশরাফি ভাই অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে। আমাদের চেষ্টা থাকবে। বলতে পারব না এটা (কাল মিরপুরে) শেষ ম্যাচ কি না, আমরা চাই মাশরাফি ভাই আরও অনেক দিন খেলুক। এটাই আমি চাই।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!