• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ করা উচিত’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২২, ২০১৭, ০৯:০০ পিএম
‘অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ করা উচিত’

ঢাকা: সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রধান বিচারপতি যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করেছেন, তখন অ্যাটর্নি জেনারেল তাঁর বিরোধিতা করতে না পারায় প্রধান বিচারপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমেরও পদত্যাগ করা উচিত।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে ফজলে নূর তাপস বলেন, আপনার কিসের এত ভয়? যখন প্রধান বিচারপতি বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন, তখন আপনি প্রতিবাদ করলেন না কেন? তাঁর (প্রধান বিচারপতি) বক্তব্য প্রত্যাহার করতে বললেন না কেন? এ পদে থাকার কোনো অধিকার আপনার নেই, আপনার পদত্যাগ করা উচিত। 

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!