• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইনের আশ্রয় নেবেন মওদুদ


নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০১৭, ০৪:৩৫ পিএম
আইনের আশ্রয় নেবেন মওদুদ

ঢাকা: রাজউজ এবং সরকারের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, গুলশানে তার ১৫৯ নম্বর বাড়িতে রাজউক বেআইনিভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছে।

উচ্ছেদ অভিযান চলাকালে নিজ বাড়ির সামনে বুধবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় গণমাধ্যমকে তিনি এ সব কথা বলেন।

সরকার বেআইনিভাবে রাজনৈতিক প্রতিহিংসার চরম দৃষ্টান্ত দেখিয়েছে দাবি করে মওদুদ আহমদ বলেন, রাজনীতি করি বলে, বিরোধী দলে আছি বলে আমাদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। সরকারি দলের কারো কাছে তো এরকম করতে পারবে না।

তিনি বলেন, আদালতের কি কোনো অর্ডার আছে, দেশে কি আইন নেই। সুপ্রিম কোর্ট বলেছিল- এটা রাষ্ট্রীয় সম্পদ নয়, সরকারের সম্পদ নয়।

মওদুদ আহমদের বাড়ি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যদের বেশ উপস্থিতি রয়েছে। রাজউকের দুটি ট্রাকে করে মওদুদ আহমদের বাড়ি থেকে আসবাবপত্র নেয়া হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!