• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ব্রেক্সিটের প্রতিক্রিয়া

‘আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস’


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৪, ২০১৬, ০৭:২৭ পিএম
‘আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস’

ইইউবিরোধী ইউকে ইনডিপেনডেন্স পার্টির (ইউকিপ) নেতা নাইজেল ফরাজ মন্তব্য করেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষেই  বেশি ভোট পড়ায় এখন দেশটিতে ‘ব্রেক্সিট সরকার’ থাকা উচিত। গণভোটের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, ‘আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস।’

পার্লামেন্ট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের ব্রেক্সিট সরকার দরকার। আমরা একটি ব্যর্থ রাজনৈতিক ইউনিয়ন পেছনে ফেলে এসেছি।’

উল্লেখ্য, ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্য। ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ১ শতাংশ।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আসছে অক্টোবরে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!