• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবার রিয়ালে বিধ্বস্ত নেইমারবিহীন বার্সা


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৭, ২০১৭, ০২:২৫ পিএম
আবার রিয়ালে বিধ্বস্ত নেইমারবিহীন বার্সা

ঢাকা: শিরোপা জিতেই মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে জিনেদিন জিদানের দল জিতে নিল বছরের চতুর্থ ট্রফি। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ২-০ গোলে হারিয়েছে রোনালদোবিহীন রিয়াল৷

চলতি মৌসুমে টানা দ্বিতীয়বার কাতালানদের পরাজিত করল জিদানের ছেলেরা৷ ‘গ্যালাকটিকোস’দের হয়ে গোল দুটি করেন আসেনসিও ও করিম বেনজেমা৷ ২০১২ সালের পর এই প্রথম স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলল রিয়াল৷

বুধরার রাতে বার্সাভক্তদের প্রত্যাশা ছিল ১-৩-এ পিছিয়ে থাকা বার্সেলোনা এই ম্যাচে পাল্টা লড়াই চালাবে৷ কিন্তু কোথায় কি! নেইমার চলে যাওয়ায় বার্সার একদিক প্রায় অকেজো৷ খেলা শুরুর চার মিনিটেই বার্সার জালে বল জড়িয়ে দেন স্পেনের নতুন প্রতিভা আসেনসিও৷ এ নিয়ে টানা ৬৮ ম্যাচে গোল করল রিয়াল৷ ৩৩ মিনিটে ভাসকেসের শট পোস্টে লাগায়  এ যাত্রায় বেঁচে যান মেসিরা৷

তবে রিয়ালের আক্রমণ বেশিক্ষণ আটকে রাখতে পারেনি কাতালানরা৷ ৩৯ মিনিটে বেনজেমার গোলে ২-০ তে এগিয়ে যায় রিয়াল৷ বিরতিতে স্কোরলাইন ২-০ রেখে মাঠ ছাড়ে জিদানের ছেলেরা৷ দ্বিতীয়ার্ধে মেসির নেতৃত্বে আক্রমণে ফেরে বার্সা৷ ৫৩ মিনিটে রিয়ালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলে শট নেন এল এম টেন৷ কিন্তু ক্রসবারে লেগে তা বাইরে চলে যায়৷ ৭১ মিনিটে আর্জেন্টাইন তারকা আরেকটি শট নিয়েছিলেন কিন্তু  রিয়ালকে বাঁচিয়ে দেয় পোস্ট৷

নেইমার চলে যাওয়ায় এমনিতেই মেসির ওপর চাপ বেড়ে গেছে৷ তার ওপর ইনিয়েস্তাও ছিলেন না৷ বার্সা ছিল শুরু থেকেই ছন্দহীন, খেলোয়াড়দের মধ্যে ছিল বোঝাপড়ায় ঘাটতি৷ দলে নতুন খেলোয়াড় না সই করালে শুধু মেসিকে দিয়ে যে রিয়ালকে আটকানো যাবে না সেটা ভালোই বুঝতে পারছেন বার্সেলোনার কর্তারা৷

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!