• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমের বাম্পার ফলন, দাম পাচ্ছেন না চাষীরা


নিউজ ডেস্ক জুন ২৪, ২০১৮, ০২:৩১ পিএম
আমের বাম্পার ফলন, দাম পাচ্ছেন না চাষীরা

ঢাকা: ল্যাংড়া, গোপালভোগ আর মিশ্রিভোগের পর এবার ভিন্ন স্বাদের হাড়িভাঙ্গা আমের গন্ধে মৌ মৌ উত্তরাঞ্চলের আট জেলা। তবে হাড়িভাঙ্গা আমের ভাল ফলন হয় রংপুরের ৯ উপজেলায়। 

আগের বার ভাল দাম পাওয়ায় এবার আবাদও হয়েছে বেশি। ফলনও আশাতীত। কিন্তু উপযুক্ত দাম পাচ্ছেন না চাষীরা- আছে এমন অভিযোগ।

গ্রামীণ পথ ধরে চোখে পড়বে সারি-সারি আমের বাগান, গাছে ছোট আকার আর সবুজ রংয়ের বিশেষ জাতের এই হাড়িভাঙ্গা আম।

রসালো ভাব আর ভাল স্বাদের কারণে ক্রেতা-বিক্রেতার কাছে হাড়িভাঙ্গা আমের থাকে আলাদা চাহিদা, দামও হয় একটু বেশি। কিন্তু গেলবারের চেয়ে অন্তত: দ্বিগুন জমিতে চাষাবাদ আর ফাল ফলনের কারণে উপযুক্ত দাম পাওয়া যাচ্ছেনা বলে আভিযোগ চাষীদের।

বাগান মালিকদের দাবি, হাড়িভাঙ্গা আম দীর্ঘ সময় ধরে সংরক্ষনের ব্যবস্থা করা গেলে পাওয়া যেত ভাল দাম।

কৃষি অফিস বলছে, অনুকূল পরিবেশে এবার হাড়িভাঙ্গা আমের ফলন ভালো। আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ তাদের। 

বছরের ১৫ জুন থেকে মাত্র এক মাস বাজারে থাকে হাড়ি ভাঙ্গা আম। ভাল চাহিদার কারণে প্রতিবছর ভাল দাম পাওয়া গেলেও এবার একসঙ্গে বেশি আম বেশি বাজারে আসায় দাম কমে হয়েছে গতবারের অর্ধেকে।

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!