• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার নারীদের প্রতিবাদের অস্ত্র ট্রাম্পের ‘ছোট হাত’ (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২০, ২০১৭, ০৫:১২ পিএম
এবার নারীদের প্রতিবাদের অস্ত্র ট্রাম্পের ‘ছোট হাত’ (ভিডিও)

ঢাকা: নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কয়েক ঘন্টা পরেই শপথ গ্রহণ করবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এই রিয়েল এ্যাস্টেট মোঘল নানা করণেই বেশ আলোচিত হয়েছেন। বিশেষ করে মুসলমানদের ও নারীদের নিয়ে বিরুপ মন্তব্য করার জন্য। এমন কি তার নির্বাচিত হওয়ার ব্যাপারে রাশিয়ার হ্যাকিংয়ের ব্যাপারটিও বেশ আলোচিত হয়েছে। তাবে এবার তাকে প্রতিহত করার ঘোষণা এসেছে বিভিন্ন নারীবাদি সংগঠনের পক্ষ থেকে। গত বুধবার তো স্পেনের মাদ্রিদের জাদুঘরে রাখা তার মোমের মূর্তির উপর নগ্নবক্ষে এক নারী হামলা চালিয়েছে। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ভাবে তার বিরেুদ্ধে বিক্ষোভ করা হয়েছে।

আলোচিত শিল্পী ফিওনা অ্যাপল

তেমনি মার্কিন প্রেসিডন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের সময় তার বিরুদ্ধে বিক্ষোভের ঘোষণা করা হয়েছে। এতে হাজার হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করার কথা রয়েছে। কোরাস হিসেবে গাওয়ার জন্য তার শরীরের চেয়ে ‘ছোট হাত’ নিয়ে বিদ্রুপাত্মক গান প্রকাশ করা হয়েছে।

'ছোট হাত' শীর্ষক এ গানটির গীতিকার ও গায়ক আলোচিত শিল্পী ফিওনা অ্যাপল। কম্পোজার মাইকেল ওয়ালেনের সঙ্গে মিলে মোবাইলফোনে রেকর্ড করে মঙ্গলবার গানটির মুক্তি দিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প

গানের শিরোনাম- 'উই ডোন্ট ওয়ান্ট ইউর টিনি হ্যান্ডস, অ্যানিহোয়ার নিয়ার আওয়ার আন্ডারপ্যান্ট' তথা 'আমরা চাই না তোমার ছোট হাত দুটি/আমাদের অন্তর্বাসের আশপাশের কোথাও'।

দেশটির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন। এর বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার নারীর বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এতে প্রতিবাদকারীরা ফিওনার 'ছোট হাত' গানটি কোরাস হিসেবে গাইবেন বলে ধারণা করা হচ্ছে।

গত ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বমুহূর্তে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন একাধিক নারী। তাদের দাবি, সুন্দরী প্রতিযোগিতায়, লিফটে বা হোটেলে ডেকে নিয়ে তাদের জোর করে জড়িয়ে ধরে চুমু খেতেন ট্রাম্প। এছাড়া তাদের স্কার্টের ভেতরে হাত দিয়ে স্পর্শকাতর অঙ্গ ছুয়ে দিতেন এ মার্কিন ধনকুবের।

ভিডিও:

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!