• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের পথে খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০১৭, ১১:২৬ এএম
কক্সবাজারের পথে খালেদা জিয়া

ফাইল ছবি

ঢাকা: প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারের উখিয়ায় উদ্দেশে যাত্রা শুরু করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের ফিরোজা বাসভবন থেকে তার গাড়ি বহর যাত্রা শুরু করে।

এ সফরে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলুসহ অন্য নেতারা।

উখিয়া উদ্দেশে যাত্রা শুরু আগে খালেদা জিয়ার বাস ভবনের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার এই সফরে সার্বিক নিরাপত্তা দিয়ে আমাদের সহযোগিতা করবেন বলে আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) জানিয়েছেন। আশা করি সরকারও আমাদের সহযোগিতা করবে। 

খালেদার গাড়ি বহর গুলশানের ভিআইপি গেট, বনানী, মহাখালী, গণভবন সিগন্যাল, ফার্মগেট ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উখিয়া পথে চলামান রয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তার এলাকা কুমিল্লায় খালেদা জিয়াকে অভর্থ্যনা জানাবেন। পরে তিনিও সফর সঙ্গী হবেন।

কক্সবাজারের সার্বিক প্রস্তুতির জন্য আগেই সেখানে গেছেন গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এআই 

Wordbridge School
Link copied!