• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খেলা দেখতে এসে প্রাণ হারালেন চার দর্শক


ক্রীড়া প্রতিবেদক মে ২৯, ২০১৭, ০৫:৪৮ পিএম
খেলা দেখতে এসে প্রাণ হারালেন চার দর্শক

ঢাকা: বিশ্বের এমন দেশ খুজে বের করা বোধহয় কঠিনই হবে। যে দেশে ফুটবল খেলা হয়না। আর এতেই প্রমাণ হয় জয়প্রিয়তার দিক থেকে এটি সবার ওপরে। এইতো ক’দিন আগেই আড়াই লাখ টাকা খরচ করে চ্যাম্পিয়নস লিগে রোনালদোদের খেলা দেখার জন্য টিকিট কিনেছেন তামিম ইকবাল। সে যাই হোক। এই ফুটবল খেলা দেখতে এসেই প্রাণ হারালেন চার দর্শক।

হন্ডুরাসের একটি স্টেডিয়ামে চলছিল জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের একটি ম্যাচ। খেলা শুরু হওয়ার আগেই কানায় কানায় পরিপূর্ণ দর্শক। একপর্যায়ে উপস্থিতিতিতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে চার ব্যক্তি নিহত হন। এ সময় আহত হয়েছে আরো ১৫ জন। দেশটির পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

রাজধানী তেগুসিগালপার ৩৫ হাজার আসনের জাতীয় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যাবার পড়ও শতশত সমর্থক তাদের ক্লাবের খেলা দেখার জন্য স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে সহিংসতা বেড়ে গেলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল এবং জল কামান ব্যবহার করে।

এ সময় ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাবার সময় এই হতাহতের ঘটনাটি ঘটেছে বলে হাসপাতালের মুখপাত্র মিগুয়েল ওসরিও জানিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!