• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চার বছর পর মাঠে গড়াল প্রিমিয়ার হ্যান্ডবল লিগ


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২১, ২০১৮, ০৭:৩৪ পিএম
চার বছর পর মাঠে গড়াল প্রিমিয়ার হ্যান্ডবল লিগ

ঢাকা: ১৯৮৪ সালে চালু হয়েছিল প্রিমিয়ার হ্যান্ডবল লিগ। ২০১৪ সাল পর্যন্ত হয়েছিল ষোলবার। তারপর নানা জটিলতায় আর মাঠে গড়ায়নি দেশের ঘরোয়া হ্যান্ডবলের সর্বোচ্চ এই আসর। অবশেষ দীর্ঘ চার বছর পর মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আবারও মাঠে গড়াল ‘কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ-২০১৮’।

শনিবার শনিবার (২১ জুলাই) পল্টনস্থ এম মুনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রিমিয়ার হ্যান্ডবল লিগের ১৭তম আসরের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল।

এছাড়াও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি হাসান উল্লাহ খান রানা, মো. নুরুল ইসলাম, লিগ কামিটির চেয়ারম্যান ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার এ বি এম মাসুদ হোসেন ও সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম কাজী মাহাতাব উদ্দিন আহাম্মেদ এর স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মাঠে গড়ায় খেলা। সকাল ১১ টায় উদ্বোধনী খেলায় নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবকে ৩৪-৩৩ গোলে হারায় কোয়ান্টাম ফাউন্ডেশন। প্রথমার্ধে ২০-১৫ গোলে পিছিয়ে পড়েও দারুন এক জয় নিয়ে মাঠ ছাড়ে  কোয়ান্টাম ফাউন্ডেশন।

দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় প্রাইম স্পোর্টিং ক্লাব ৩৪-১৫ গোলে ওল্ড আইডিয়ালসকে পরাজিত করে। প্রথমার্ধে  বিজয়ী দল ১৬-০৮ গোলে এগিয়ে ছিল। বেলা ২ টায় অনুষ্ঠিত তৃতীয় খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৫০-১২ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে  বিজয়ী দল ২৩-০৪ গোলে এগিয়ে ছিল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!