• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছায়ানটে নজরুল উৎসব শুরু


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক মে ২৫, ২০১৭, ০১:৫৮ এএম
ছায়ানটে নজরুল উৎসব শুরু

ঢাকা: কথন, গান, আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ছায়ানট মিলনায়তনে দুই দিনব্যাপী নজরুল উৎসবের সূচনা হয়েছে।

বুধবার (২৪ মে) সন্ধ্যায় আয়োজনের শুরুতেই ছায়ানটের ছোটদের দল পরিবেশন করে গান ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’।

এরপর স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল। বক্তব্য দেন হাসান আজিজুল হক। এরপর নাচ, গান আবৃত্তির মধ্য দিয়ে এগিয়ে যায় আয়োজন।

‘আজি রক্ত নিশিভোরে’ গানের সঙ্গে নৃত্যগীত পরিবেশন করে ছায়ানটের বড়দের দল। একক সংগীতে ডালিয় নওশীন ‘তোমার বুকের ফুলদানিতে’, মোহিত খান ‘ফুলের জলশায় নীরব কেন কবি’ গানগুলো পরিবেশেন করেন।

একক পাঠ আবৃত্তিতে অংশ নেন ভাস্বর বন্দোপাধ্যায়। সম্মেলক কণ্ঠে ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানের মধ্য দিয়ে শেষ এই উৎসবের প্রথম দিনের আয়োজন।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!