• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জিমন্যাস্টদের চূড়ান্ত প্রশিক্ষণ শুরু


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৭, ০৭:৪৯ পিএম
জিমন্যাস্টদের চূড়ান্ত প্রশিক্ষণ শুরু

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৯জানুয়ারি) থেকে শুরু হয়েছে তৃণমূল পর্যায়ে বাছাইকৃত জিমন্যাস্টদের চূড়ান্ত প্রশিক্ষণ কর্মসূচি। এদিন জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে কর্মসূচীর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।

বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস, ফেডারেশনের সহসভাপতি মীর রবি উজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আহমেদুর রহমান বাবলু।

১৯টি জেলা থেকে প্রাথমিক বাছাই ও প্রশিক্ষণের মাধ্যমে ঢাকায় ৩০দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ২৩জন ছেলে ও ১৭জন মেয়েসহ মোট ৪০জন প্রতিভাবান জিমন্যাস্ট চুড়ান্ত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছে।

মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করছেন মো. ইকবাল হোসেন, নজরুল ইসলাম,  হাবিবুর রহমান জামিল, আব্দুল্লাহ আল মাসুম ও কিশোর কুমার। প্রশিক্ষণ ক্যাম্পেন সমন্বয় এর দায়িত্বে রয়েছেন মীর রবি উজ্জামান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!