• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে মাহফিলের তবারক খেয়ে হাসপাতালে ২৫


ঝালকাঠি প্রতিনিধি মার্চ ১৯, ২০১৮, ০৬:১৯ পিএম
ঝালকাঠিতে মাহফিলের তবারক খেয়ে হাসপাতালে ২৫

ঝালকাঠি : জেলায় ওয়াজ মাহফিলের খিচুরি খেয়ে ২৫ জন অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। খাবারের বিষক্রিয়ায় এরা অসুস্থ হয়েছে বলে জানায় চিকিৎসক।

রোগী ও তাদের স্বজনরা জানান, রোববার (১৮ মার্চ) রাতে ঝালকাঠি শহরের কুতুবনগর মাদ্রাসায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সম্পন্ন হওয়ার পর শেষে রাতে তবারক হিসেবে খিচুরি খাওয়ানো হয়। তবে অনুষ্ঠানে অংশ নেয়া শিশুসহ অনেকেই সোমবার সকালে সেই খিচুরি খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে।

পরে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ভর্তি খাতায় শিশুসহ ২৫ জনের নাম পাওয়া যায়। তবে অসুস্থ হওয়ার সংখ্যা আরও বেশি বলে জানায় স্বজনরা।

ঝালকাঠি সদর হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গোলাম ফরহাদ জানান, ভর্তি হওয়া রোগীরা পাতলা পায়খানা, বমি এবং পেটে ব্যথায় ভুগছে। খাদ্যের বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে জানিয়ে চিকিৎসক বলেন, অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!