• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ছাত্রী হোস্টেলের ছাদে ধস, আহত ১৫


ঠাকুরগাঁও প্রতিনিধি আগস্ট ৩, ২০১৭, ১২:৪৬ পিএম
ঠাকুরগাঁওয়ে ছাত্রী হোস্টেলের ছাদে ধস, আহত ১৫

ঠাকুরগাঁও: জেলার সরকারি মহিলা কলেজ হোস্টেলের ছাদের একাংশ ধসে পড়েছে। এসময় প্রাণ বাঁচাতে ছাত্রীরা হোস্টেল থেকে নামতে গিয়ে কমপক্ষে ১৫ ছাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (২ আগষ্ট) রাত ৯টার দিকে এঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে বৃষ্টি ও বাতাস হচ্ছিল। ওই সময় আকস্মিক ভাবে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের হোস্টেলের দ্বিতীয় তলায় ছাদের একাংশ ধসে পরে। এসময় ভবনে কম্পন সৃষ্টি হয়। এ আতঙ্কে হোস্টেলে থাকা ছাত্রীরা তাড়াহুড়া করে বাইরে বের হয়। এতে পড়ে গিয়ে কমপক্ষে ১৫জন ছাত্রী আহত হন। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. তোজাম্মেল হক জানান, ছাত্রীরা সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

এ ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল হাসপাতালে গিয়ে ছাত্রীদের পাশে কিছু সময় কাটান। পরে তিনি কলেজ পরিদর্শন করেন।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এটিএম সিফাতুল মাজদার বলেন, ছাত্রীরা ভয়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!