• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে ট্রেন্টব্রিজ টেস্ট


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০১৭, ০২:৪৭ পিএম
দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে ট্রেন্টব্রিজ টেস্ট

ঢাকা: লর্ডস টেস্ট হারের পর ট্রেন্টব্রিজ টেস্টের পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।দ্বিতীয় দিন শেষেই এই টেস্টে জয় দেখতে শুরু করেছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২০৫ রানে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে তুলেছে ৭৫ রান।তারা এগিয়ে রয়েছে ২০৫ রানে।

ইংল্যান্ডের ইনিংসে এক জো রুট ছাড়া কেউই ফিফটির দেখা পাননি।ফলে তাদের সংগ্রহও বড় হয়নি।রুট ৭৬ বলে ১২ চারের সাহায্যে ৭৮ রান করেছেন। পাশপাশি জনি বেয়ারস্টো ৪৫ এবং গ্যারি ব্যালান্স ২৭ রান করেন।কেশব মহারাজা এবং ক্রিস মরিস পেয়েছেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট ভারনন ফিল্যান্ডার ও মরণে মরকেলের।

দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে ওপেনার কুনকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ৩৮ ও হাশিম আমলা ২৩ রান নিয়ে ব্যাট করছেন।একমাত্র উইকেটটি পেয়েছেন জেমস অ্যান্ডারসন।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!