• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্মঘটে পরিবহন ও যাত্রীশূন্য কাঁঠালবাড়ী ফেরিঘাট


মাদারীপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০১:১৪ পিএম
ধর্মঘটে পরিবহন ও যাত্রীশূন্য কাঁঠালবাড়ী ফেরিঘাট

মাদারীপুর: সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদের হত্যাকারী চালককে আদালত কর্তৃক যাজ্জীবন সাজা দেয়ার প্রতিবাদে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার সকল ধরনের বাস, ট্রাক, প্রাইভেটকার পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। এদিকে পরিবহন ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছে।

মাদারীপুর থেকে সব ধরনের দূরপাল্লার পরিবহন বন্ধ থাকার ফলে কাঁঠালবাড়ী ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে তেমন কোনো ভীড় নেই।

কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, ‘ফেরিঘাট এলাকায় পরিবহন না থাকায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটেছে। গাড়ির অপেক্ষায় ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে অ্যাম্বুলেন্স ও সরকারি গাড়ি ব্যতীত অন্য কোনো যাত্রী পরিবহন নেই।

মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউয়িনের সহ-সভাপতি ফায়জুল শরীফ বলেন, ‘খুলনা বিভাগের পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে মাদারীপুরের সকল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ধর্মঘটের কথা যাত্রীদের সুবিধার্থে শহরে গতকাল রাতে মাইকিং করে মাদারীপুরবাসীকে জানানো হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!