• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘নির্যাতনের কারণেই কোকোর মৃত্যু হয়েছে’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০১৬, ০৯:১৬ পিএম
‘নির্যাতনের কারণেই কোকোর মৃত্যু হয়েছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এক-এগারোর নির্যাতনের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। 

খন্দকার মোশাররফ বলেন, এক-এগারোর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, তারেক রহমানের পাশাপাশি আরাফাত রহমান কোকোও রক্ষা পাননি। তিনি অসুস্থ ছিলেন। তারপরও তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের কারণে কোকো আরও অসুস্থ হয়ে পড়েন। পরে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নির্যাতনের কারণেই তাঁকে হারাতে হয়েছে।

কোকোর জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশ নেয়ার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এত বড় জানাজা প্রমাণ করে দেশের মানুষ জিয়া পরিবারকে কত ভালোবাসে। খালেদা জিয়ার এক ছেলে মারা গেলেও লক্ষ-কোটি ছেলে এখনো রয়েছে।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়াও এ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!