• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদকে ১৪তম দিন শেষে শীর্ষে যুক্তরাষ্ট্র


ক্রীড়া ডেস্ক আগস্ট ২০, ২০১৬, ০১:২১ পিএম
পদকে ১৪তম দিন শেষে শীর্ষে যুক্তরাষ্ট্র

রিও অলিম্পিকে পদক প্রাপ্তির দিক দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ দিনে পদকে সেঞ্চুরি পূর্ণ করেছে দেশটি। ১৪তম দিন শেষেও তারাই এগিয়ে রয়েছে। ৩৮টি সোনা, ৩৫টি রূপা এবং ৩২টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে তারা।

রিওতে প্রথম দিনে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও এখন তাদের অবস্থান অষ্টম স্থানে। দ্বিতীয় দিনেই তাদের হটিয়ে শীর্ষ স্থান দখল করে মার্কিনিরা। তারপর একের পর এক পদক জয় দিয়ে শীর্ষ স্থানটি নিরাপদ করেছে মাইকেল ফেলপসের দেশ। যে দেশে ফেলপস, সিমিওনে বাইলসের মতো অ্যাথলেট রয়েছে সে দেশতো সেরা হবেই। রিও অলিম্পিকের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে এসেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ছয়বার অলিম্পিকে পদকের সেঞ্চুরি করলো দেশটি।

যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রেট ব্রিটেন। তাদের ২৪টি সোনা, ২২টি রূপা এবং ১৪টি ব্রোঞ্জ নিয়ে মোট পদকসংখ্যা ৬০টি। আর ২২টি স্বর্ণপদক, ১৮টি রূপা এবং ২৫টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীন। চীন প্রথমে দ্বিতীয় স্থানে থাকলেও স্বর্ণপদক কম থাকায় তৃতীয় স্থানে নেমে এসেছে।

এদিকে বোল্টের ‘ট্রিপল ট্রিপল’ স্বর্ণ অর্জনের পর জ্যামাইকা ১৪তম অবস্থানে চলে এসেছে। আর স্বাগতিক ব্রাজিল রয়েছে ১৫তম স্থানে।

পাঠকদের জন্য শীর্ষ ১৫টি দেশের পদক তালিকা তুলে ধরা হলো

দেশ     স্বর্ণ     রৌপ্য   ব্রোঞ্জ    মোট তালিকা

যুক্তরাষ্ট্র              ৩৮       ৩৫    ৩২        ১০৫

গ্রেট ব্রিটেন          ২৪      ২২    ১৪         ৬০

চীন                   ২২      ১৮    ২৫         ৬৫ 

জার্মানি              ১৪      ৮     ১৩         ৩৫

রাশিয়া              ১৩      ১৬    ১৯         ৪৮

জাপান              ১২      ৮     ২১         ৪১

ফ্রান্স                ৯       ১৪    ১৪         ৩৭

অস্ট্রেলিয়া        ৮      ১১     ১০        ২৯

ইতালি            ৮     ১১     ৬         ২৫

নেদারল্যান্ডস  ৮     ৬      ৪         ১৮

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!