• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ মিনিটের চার্জে কথা চলবে সাড়ে তিন ঘণ্টা


নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০১৬, ০৫:২৩ পিএম
পাঁচ মিনিটের চার্জে কথা চলবে সাড়ে তিন ঘণ্টা

নতুন ‘সুপারটেনমেন্ট’ সার্ভিস ভারতে চালু করতে চলেছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা LeEco৷ মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে ভারতে লঞ্চ করা হল LeEco Le 1s মোবাইল ফোনটি৷ জানা গেছে, ফোনটি ভারতীয় বাজারে মাত্র ১০৮৯৯ টাকায় পাবেন গ্রাহকরা এবং সঙ্গে মিলবে বিনামূল্যে এক বছরের জন্য LeEco মেম্বারসিপ৷

LeEco Le 1s মোবাইলটিতে গ্রাহকরা পেয়ে যাবে ৫.৫ ইঞ্চি HD (1080×1920 pixe) স্ক্রিন, ৬৪-বিট অক্টাকোর প্রসেসর, 3GB RAM, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে ‘সুপার চার্জার’৷ যাতে ৫ মিনিটের চার্জে কথা বলা যাবে সাড়ে তিন ঘন্টা এমনই দাবি LeEco-র৷

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রমোশানাল অফার হিসেবে আগামী ১২ মে দুপুর দুটোয় Flipkart-এ বিশেষ ছাড়ে পাওয়া যাবে নতুন LeEco Le 1s (Eco) মোবাইলটি৷ প্রথম ধাপে এক লক্ষ LeEco Le 1s মোবাইল গ্রাহকরা পাবে মাত্র ৯৯৯৯ টাকায়৷

প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ কে সামনে রেখে LeEco Le 1s স্মার্টফোনটিতে রাখা হয়েছে দশটি আঞ্চলিক ভাষা৷ অসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মালোয়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবী, তামিল ও তেলেগু৷ কোম্পানি আশাবাদী তাদের ‘সুপারটেনমেন্ট’ LeEco Le 1s মন জয় করতে সক্ষম হবে ভারতীয় গ্রাহকদের৷ সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!