• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে মালয়েশিয়া


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৮, ২০১৭, ০৮:৪৪ পিএম
পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে মালয়েশিয়া

ঢাকা: পাকিস্তানের হকিতে দুঃসময় কাটছেই না। সুদিন ফেরাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পরিবর্তন এসেছে ফেডারেশনেও। কিন্তু  তাতেও কাঙ্ক্ষিত ফলাফল আসছে না। বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করলেও, এরপর আর জয়ের দেখা পায়নি তারা। ভাগ্যের জোরে সুপার ফোরে উঠেছিল। এ পর্বের প্রথম ম্যাচেই মালয়েশিয়ার কাছে হারল পাকিস্তান।

বুধবার (১৮ অক্টোবর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দশম এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে মালয়েশিয়া। ফলে ফাইনালের পথে একধাপ এগিয়ে রইল তারা।

ম্যাচের প্রথম মিনিটে পিছিয়ে পড়া মালয়েশিয়া সমতা আনে দশম মিনিটে। পেনাল্টি কর্নার থেকে রহিম রাজি ড্রাগ এন্ড পুসে গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে পাকিস্তান এগিয়ে যায়। বা প্রান্ত দিয়ে ১৯ ফ্রি হিট থেকে ইয়াকুব মোহাম্মদ বল জালে পাঠান ২-১। ২৫ মিনিটে শাহরিল সাবাহর দুর্দান্ত কানেক্টে ফের সমতা আসে ২-২।

তৃতীয় কোয়াটারের চতুর্থ মিনিটে মালয়েশিয়ার হাজিককে পাকিস্তানের গোল কীপার আব্বাস অবৈধভাবে বাধা দিলে আম্পয়ার পেনাল্টি স্ট্রোকের নির্দেশ দেন। স্ট্রোক থেকে গোল করেন ফিতরি সারি ৩-২। শেষ কোয়ার্টারে আক্রমন পাল্টা আক্রমনে খেলে উভয় দল। কিন্তু গোলের দেখা পায়নি কেউ। ফলে পূর্ন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া।

এই জয়ে এশিয়া কাপ হকির দশম আসরে চমক অব্যাহত রেখেছে মালয়েশিয়া। গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিন কোরিয়া, চীন এবং ওমানকে হারিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা দলটি এবার সুপার ফোরে হারিয়েছে টুর্নামেন্টের ফেভারিট দল পাকিস্তানকে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!