• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানি তালেবান নেতাসহ নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০১৬, ০৬:৫৭ পিএম
পাকিস্তানি তালেবান নেতাসহ নিহত ১০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আজম তারিক নামে পাকিস্তানি তালেবান গোষ্ঠীর শীর্ষ স্থানীয় নেতা ও তার ছেলেসহ দশজন নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে বিশেষ বাহিনী এ অভিযান চালায়। 

২০১৪ সালে তালেবান গোষ্ঠী ভেঙে যাওয়ার পর একটি অংশের সাবেক মুখপাত্র ছিলেন তারিক। সামরিক অভিযানের কারণে পাকিস্তানে শক্ত অবস্থান হারানোর কারণে বহু পাকিস্তানি তালেবান আফগানিস্তান থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন। 

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, নেটোর সহায়তায় আফগানিস্তানের বিশেষ বাহিনী পাকতিকা গত শনিবার রাতে প্রদেশের বারমল জেলায় তারিক আজমকে হত্যা করে। প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে তারিকসহ অন্য জঙ্গিদের হত্যা করা হয়। তবে তারিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তাদের একদিন সময় লেগেছে। 

পাকিস্তানি সংবাদপত্র ডন তাদের প্রতিবেদনে বলছে, চারটি হেলিকপ্টার গানশিপ ও দুটি ড্রোনের সহায়তায় স্থল বাহিনী অভিযানটি চালিয়েছে। 

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাকিস্তানি তালেবান গোষ্ঠীর মুখপাত্র ছিলেন আজম তারিক। তখন হাকিমুল্লাহ মেহসুদ ছিলেন গোষ্ঠীটির শীর্ষনেতা। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!