• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঠিয়ায় ৯ মাদকসেবীর কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ডিসেম্বর ৯, ২০১৬, ১১:৪০ এএম
পুঠিয়ায় ৯ মাদকসেবীর কারাদণ্ড

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ৯ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিবপুরের গিয়াস, বেলপুকুরের আনারুল, রাজশাহীর মতিহারের মকছেদ আলী, একই এলাকার লতিফ ও বাবলু, উপজেলার ঝলমলিয়ার বাবলু একই এলাকার মন্টু সরকার ও রুবেল, এবং বেলপুকুর জামিড়ার মামুন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার রাত ১০টার দিকে মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। পড়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আসামীরা ভ্রাম্যমান আদালতে তাদের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবলু ও মিন্টু সরকারকে এক মাস করে ও বাকী সাত জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!