• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৮, ০২:৫১ পিএম
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ঢাকা: বর্তমান পরিস্থিতিতে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ জানুয়ারি) জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন- সরকারের পদত্যাগ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে। বর্তমান পরিস্থিতিতে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্রপতির ভূমিকাও দুঃখজনক।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচনী বছরে অস্থিতিশীলতার আশঙ্কা নেই। যখন সরকার পরিবেশ ঘোলাটে করবে যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তখনই আশঙ্কা এবং অস্থিতিশীলতা দেখা দিবে।

এ ছাড়া আগামী ১৯ জানুয়া‌রি বিএন‌পির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমা‌নের ৮২তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে ৭ দিনব্যাপী কর্মসূ‌চি ঘোষণা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!