• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই


রাজশাহী প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০১৬, ০৬:৪৩ পিএম
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

রাজশাহী : রাজশাহীর মতিহার থানার সমসাদিপুর এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে একজন। শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাটাখালি বাজার এলাকার মৃত আবু তাহেরের ছেলে গোলাম রাব্বানি(৩৫), মুক্তার হোসেনের ছেলে শুভ(২৫)। এছাড়াও আরো এক জন গুরুতর আহত হয়েছেন। তার নাম হারুন(২৫)। সে একই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে গোলাম রাব্বানি, শুভ ও হারুন নামে তিনজন একটি মোটরসাইকেলে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে কাটাখালির সমসাদিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি বাস দেশ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভ মারা যায়। স্থানীয়রা আহত গোলাম রাব্বানি ও হারুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোলাম রাব্বানি মারা যান। হারুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বাসটিকে আটক করা হয়েছে। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!