• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে বিএনপি


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০১৮, ০১:০৩ এএম
বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে বিএনপি

ঢাকা : দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (৩ মার্চ) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেন, ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া, জামিনে মুক্তি দিতে বিলম্ব করা, তাকে জেলে রেখে আবারো একতরফা নির্বাচনের অপচেষ্টার বিষয়টি জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিজয়ী হতে পারবে না জেনে সরকার খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে এখন জামিন দিতে বিলম্ব করছে।

খুলনার জনসভায় খালেদা জিয়ার সাজা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকার জানে যে তাদের পক্ষে কখনো একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে এ সাজা দেওয়া হয়েছে।

বৈঠক সূত্র জানায়, আগামী ১২ মার্চে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা, ১০ মার্চ খুলনার জনসভাসহ বিভাগীয় শহরে জনসভার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নিজ নিজ বিভাগের জনসভার স্থান ও সময় চ‚ড়ান্ত করে তা কেন্দ্রকে অবিলম্বে জানাতে বলা হয়েছে। তাছাড়া বৈঠকে সারা দেশে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি প্রচারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামের কর্মসূচি নির্ধারণে তাদের মতামত নিয়েছেন শীর্ষ নেতারা।

ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শওকত মাহমুদ, আহমেদ আযম খান, শাহজাহান ওমর, ইকবাল হাসান মাহমুদ টুকু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, এমএ কাইয়ুম, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা।

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি হওয়ার পর দলের জ্যেষ্ঠ নেতাদের এটি দ্বিতীয় বৈঠক। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক করেছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!